Search This Blog

Wednesday, June 22, 2011

অবাক বিস্ময়

নারকেল পাতার ফাঁকে
উঁকি দেয় মায়াবী এ চাঁদ;
হাসে খেলে লুটোপুটি খায়-
হে বিধাতা আমি অসহায়;
এই আশ্চর্য অপার্থিব সুন্দরের মাঝে।

এ আঁধার অদ্ভুত আঁধার এক,
রুপালী আলোর সাথে
এক হয়ে মিশে যায় উদাস প্রভাতে;
ফিরে আসে শিশিরের বিন্দু হয়ে পৃথিবীর ঘাসে।

তবু আর-
কই দেখা হয়
কোন আশ্চর্য বুনো পথে কোন বুনো ফুল ফুটে রয়;
নক্ষত্রের মৃত্যুর মাঝে
আরও কত নব জন্মের আশ্রয়;
দেখি নাই তারে আমি হয় নি সময়।

রহস্যে জড়ানো প্রভু হে রহস্যময়
রহস্য ছড়ানো শত সৃষ্টির আড়ালে
আমি মুগ্ধ পথিক এক
অপার বিস্ময়ের ছোঁয়া লাগে প্রতি ক্ষণে
ছোট এই জীবনের পালে।

(2007 Wrirtings)